চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর এবং শিবগঞ্জ উপজেলায় বিজিবির সহায়তায় পদ্মা নদীতে চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় জব্দ ৭ কেজি ইলিশ মাছ সরকারি শিশু পরিবার ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী নৗকা নিয়ে নদীতে অভিযান চালায় মৎস কর্মকর্তারা।
সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এলিজা খাতুন বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাখের আলী, আলিমনগর এলাকায় পদ্মানদীতে চালানো অভিযানে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যও ৭টি কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ হয়। পরে জালগুলো আলিমনগর ঘাট এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হয়। মাছগুলি সরকারি শিশু পরিবাওে বিতরণ করা হয়।
শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের অফিস সহাকারী ভাস্কর কুমার বসাক বলেন, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ্উপজেলার বোগলাউড়ি,মনোহরপুর ও দশরশিয়া এলাকায় পদ্মানদীতে অভিযান চালানো হয়। অভিযানে জব্দ হয় প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ। পরে দশরশিয়া এলাকায় নদীর চরে জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ ২ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।