জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবঞ্জে ছাত্রদলের মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-২১ ১৬:২০:০৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী  অুনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১ অক্টোবর) দুপুর ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল কলেজের প্রধান ফটকের সমানে এ কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রদল সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক  আমীর হাসান জীবন,যুগ্ম- সাধারণ সম্পাদক মো. শাকিল, সাংগঠনিক সম্পাদক মুনাইম ইসলাম নাঈম প্রমুখ।
বক্তরা বলেন, বিগত সরকারের আমলে ছাত্রদল বহু হত্যার শিকার হয়েছে। কিন্তু সেই সরকার বিদায় হলেও ছাত্রদলের উপর নির্যাতন থামে নি।  বক্তরা অবলিম্বে জুবায়েদ হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।