টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি,ম্যালেরিয়া-ডেঙ্গু-চিকুনগুনিয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-০৯ ২১:১৮:১০
image

টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ভারতের বেশ কয়েকটি রাজ্যের মধ্যে রাজধানী নয়াদিল্লি এখন মশাবাহিত রোগের ভয়াবহ প্রাদুর্ভাবে কাঁপছে। চলতি মৌসুমে ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ গত কয়েক বছরের তুলনায় উদ্বেগজনকভাবে বেড়েছে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭১ জন, চিকুনগুনিয়ায় ৬১ জন এবং ডেঙ্গুতে ৭৫৯ জন। গত বছর একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম—ম্যালেরিয়ায় ২৩৭ ও চিকুনগুনিয়ায় ৪২ জন।
দিল্লির সরকারি চিকিৎসকরা নাগরিকদের সতর্ক করে বলেছেন, জ্বর, মাথাব্যথা বা শরীর ব্যথা দেখা দিলে তা উপেক্ষা না করে দ্রুত রক্ত পরীক্ষা করানো উচিত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২১ সালের তুলনায় ২০২৫ সালে ম্যালেরিয়া আক্রান্তের হার প্রায় পাঁচ গুণ বেড়েছে। যদিও ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে বৃষ্টি অব্যাহত থাকলে তা দ্রুত বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় মশা নিধন কার্যক্রম জোরদার করেছে এবং নাগরিকদের ঘরে পানি জমে থাকা স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছে।

কীওয়ার্ডস: দিল্লি ডেঙ্গু, ম্যালেরিয়া প্রাদুর্ভাব, চিকুনগুনিয়া ভারত