২০২৫ সালের সাহিত্যে নোবেল জয় হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাইয়ের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-০৯ ২১:১২:০৪
image

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে। কমিটি জানায়, গভীর চিন্তাশীলতা, জটিল মানব অভিজ্ঞতার বর্ণনা এবং দূরদৃষ্টিসম্পন্ন সাহিত্যকর্মের জন্য তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে।
লাসলো ক্রাসনাহোরকাই ইউরোপীয় সাহিত্যধারার একজন গুরুত্বপূর্ণ লেখক, যার সাহিত্যিক উত্তরাধিকার কাফকা ও থমাস বার্নহার্ডের মতো মহৎ লেখকদের ধারাবাহিকতায় দাঁড়িয়ে আছে। তার লেখায় অ্যাবসার্ড বাস্তবতা, গ্রোটেস্ক উপাদান এবং মানব অস্তিত্বের গভীর দার্শনিক বিশ্লেষণ অনন্যভাবে প্রকাশ পায়।
বিশেষজ্ঞরা জানান, ক্রাসনাহোরকাইয়ের লেখনিতে পূর্ব ও পশ্চিমা দর্শনের মেলবন্ধন স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তিনি ধীর, মননশীল এবং ধ্যানমগ্ন ভাষার মাধ্যমে সমাজ, সময় ও মানব মানসের জটিলতা তুলে ধরেছেন, যা তার সাহিত্যকে করেছে ব্যতিক্রমী।
এর আগে ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং।

কীওয়ার্ডস:
লাসলো ক্রাসনাহোরকাই, নোবেল পুরস্কার ২০২৫, সাহিত্যে নোবেল ২০২৫, হাঙ্গেরিয়ান লেখক, সুইডিশ অ্যাকাডেমি