ভুয়া হোয়াটসঅ্যাপ আইডিতে প্রতারণার ফাঁদে নুসরাত ফারিয়ার নাম ব্যবহার

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-১০-০৬ ১৬:১৪:০৫
image

জনপ্রিয় ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গুরুতর প্রতারণার শিকার হয়েছেন। সম্প্রতি তার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে একটি ভুয়া প্রোফাইল খুলে মানুষের কাছ থেকে অর্থ চাওয়া হচ্ছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ওই ভুয়া প্রোফাইলের স্ক্রিনশট প্রকাশ করেন ফারিয়া। পোস্টে তিনি স্পষ্ট করে জানান, “কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নম্বর দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটি সম্পূর্ণ প্রতারণা, আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”
নায়িকা তার ভক্ত ও সাধারণ মানুষকে সতর্ক করে আরও বলেন, “ভুয়া প্রোফাইলের পোস্টে প্রতিক্রিয়া জানাবেন না, কেউ টাকা চাইলে পাঠাবেন না এবং এমন প্রোফাইল দ্রুত রিপোর্ট করুন।”