দুর্গাপূজার আবহে রাশমিকা-বিজয়ের আংটিবদল, ফেব্রুয়ারিতে বিয়ের প্রস্তুতি

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-১০-০৪ ১১:১৭:০৮
image

‘পুষ্পা’ খ্যাত রাশমিকা মান্দানা ও দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা অবশেষে তাদের বহু প্রতীক্ষিত সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিলেন বাস্তব জীবনের মিষ্টি এক পরিণতিতে।
দীর্ঘদিনের প্রেম-গুঞ্জনের পর এবার সত্যি হয়েছে সেই আভাস। দুর্গাপূজার উৎসবমুখর সময়েই হায়দরাবাদের বিজয়ের বিলাসবহুল বাড়িতে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই তারকা জুটির আংটিবদল অনুষ্ঠান।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে তাদের এনগেজমেন্টের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, পরদিন (৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই সম্পন্ন হয় অনুষ্ঠানটি, যেখানে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না।
যদিও রাশমিকা বা বিজয়-দুজনের কেউই এখনো নিজেদের পক্ষ থেকে কোনো ঘোষণা বা ছবি প্রকাশ করেননি, তবে তাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ বিয়ের অনুষ্ঠান হবে জাঁকজমকপূর্ণ আয়োজনে।
রাশমিকা-বিজয়ের প্রেমকাহিনি শুরু হয়েছিল ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সময় থেকে। এরপর ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের রসায়ন নিয়ে জোরালো আলোচনা শুরু হয় টলিউডে।
কখনও বিদেশ সফর, কখনও গোপন ডিনার-সব মিলিয়ে বছর কয়েক ধরে তাদের সম্পর্কের গুঞ্জন ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
সম্প্রতি নিউইয়র্কে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডেও একসঙ্গে দেখা গেছে তাদের। এমনকি আগস্ট মাসে বিমানবন্দরে একই গাড়িতে দুজনকে দেখা যাওয়ার পর থেকেই এনগেজমেন্টের গুঞ্জন জোরদার হয়।
এবার সেই জল্পনাই সত্যি হলো-প্রেমের সম্পর্ক পেল আনুষ্ঠানিক রূপে বাঁধন।
ভক্তরা এখন অপেক্ষায়-কবে এই প্রিয় তারকা জুটি আনুষ্ঠানিকভাবে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন।


রাশমিকা মান্দানা, বিজয় দেবেরাকোন্ডা, এনগেজমেন্ট নিউজ, সাউথ ইন্ডিয়ান সেলিব্রিটি, রাশমিকা বিয়ে