রাষ্ট্রপতির ছবি অপসারণে ক্ষোভ প্রকাশ, পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিলেন সাহাবুদ্দিন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-০১ ২১:৫৭:০৭
image

বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি।
বুধবার (১ অক্টোবর) অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রপতির পাঠানো ওই চিঠি প্রকাশ করেন। রাষ্ট্রপতি গত ২৮ সেপ্টেম্বর চিঠিতে স্বাক্ষর করলেও, উপদেষ্টা তা হাতে পেয়েছেন কি না—সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।
চিঠিতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তবে কৌশলী উপায়ে ছবিগুলো অপসারণ করা গেলে গণমাধ্যমে নেতিবাচক আলোচনা এড়ানো যেত। তিনি লিখেছেন, *“আমি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু এক রাতের মধ্যে বিশ্বব্যাপী আমার ছবি সরানোতে শুধু গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আমার সম্মান ভূলুণ্ঠিত হলো।”*
রাষ্ট্রপতি আরও জানান, সরকার যে "জিরো পোর্ট্রেট নীতি" অনুসরণ করছে, তার প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। তবে হঠাৎ ও প্রতিযোগিতামূলকভাবে ছবি অপসারণের উদ্যোগকে তিনি দৃষ্টিকটু বলে উল্লেখ করেন। মুক্তিযোদ্ধা হিসেবে নিজের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
চিঠির শেষ অংশে রাষ্ট্রপতি লেখেন, *“আমার কোনো অনুযোগ নেই, তবে বুকভরা আর্তনাদ আছে।”*
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, সরকারের নেওয়া পদক্ষেপ কৌশলগতভাবে ভিন্নভাবে বাস্তবায়ন করলে এ ধরনের বিতর্ক এড়ানো যেত।

কীওয়ার্ডসঃরাষ্ট্রপতির ছবি অপসারণ,সাহাবুদ্দিন চিঠি,জিরো পোর্ট্রেট নীতি,বাংলাদেশ দূতাবাস