আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আলোচিত নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে এবার তালিকায় শাপলা প্রতীকও রাখা হয়নি। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করে কমিশন।
প্রজ্ঞাপনে জানানো হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৯৪ অনুযায়ী নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এ সংশোধনী এনে প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে। স্থগিত হওয়া নৌকার জায়গায় পুনর্বহাল করা হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক।
প্রকাশিত প্রতীকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আপেল, আনারস, কোদাল, খাট, ট্রাক, মোরগ, আম, বাঘ, রকেট, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, বটগাছ, লাউ, গোলাপ ফুল, লাঙ্গল, বাইসাইকেল, কবুতর, থালা, সেলাই মেশিন, ধানের শীষ, মশাল, হাতপাখা, ময়ূর, কম্পিউটার, প্রজাপতি, জাহাজ, ফুটবল ও হেলিকপ্টার।
শাপলা প্রতীক তালিকায় না থাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নৌকা প্রতীক স্থগিত রাখার সিদ্ধান্ত নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।
কীওয়ার্ডস:নির্বাচন কমিশন প্রতীক,নৌকা প্রতীক স্থগিত,শাপলা প্রতীক বাদ,১১৫ প্রতীকের তালিকা