গর্ভের সন্তানের মা হচ্ছেন পাগলিটি,বাবা হচ্ছেন কে?

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ
  • ২০২৫-০১-০৬ ২২:১৪:৩০
image

কিশোরগঞ্জে আট মাসের গর্ভবতী এক মানসিক প্রতিবন্ধী (পাগলী) সন্তানের মা হতে যাচ্ছেন। তবে তার সন্তানের বাবা হবেন কে!
সোমবার (৬জানুয়ারী) সকাল ১০টায় ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। 
পাগলিটির নাম মনিরা বেগম বয়স ৩০ বছর।তিনি নরসিংদী জেলার শিবপুর থানার আরিফপুর ইউনিয়নের ভেলা নগর গ্রামের বাসিন্দা। পিতার- মাতার নাম জানা যায় নাই।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘ ৩ থেকে ৪ মাস যাবত হাসপাতালের সিঁড়ির নীচে দিন-রাত অবস্থান করেন ওই নারী। হাসপাতালের সিনিয়র এক নার্স আজ সকালে পাগলিটির বড় পেট দেখেন।তারপর হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে বলেন,হাসপাতালের পরিচালকের অনুমতিক্রমে তখন হাসপালের কয়েকজন স্টাফ মিলে 
পাগলিটিকে গোসন করিয়ে গাইনী বিভাগের একটি ওয়ার্ডে ভর্তি করেন।
হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মমতাজ বেগম বলেন,এ ঘটনা শুনে তাৎক্ষণিক আমাদের সিনিয়র আয়া রানুকা আক্তারকে দায়িত্ব দিলে তারা কয়েকজন সহকর্মীকে নিয়ে পাগলীকে সেবা যত্ন করেন। মানসিক প্রতিবন্ধী পাগলী স্টাফদের সঙ্গে পাগলামি শুরু করেন।তারপরেও অনেক কষ্ট করে তাকে সাবান দিয়ে গোসন করিয়ে নেন। তার যত্ন নেওয়া শুরু করেন। তিনি আরো বলেন কোন এক নরপশু এই অসহায় ভারসাম্যহীন প্রতিবন্ধী নারীকে এমন কাজ করতে পারে জানা ছিল না।
কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক  ডা: নূর মো. শামছুল আলম বলেন,কিছুদিন   ধরে লক্ষ করছি ভারসাম্যহীন পাগলিটি আমাদের হাসতালের সিঁড়ির নিচে অবস্থান করছে।বিভিন্ন মানুষের সহযোগিতায় চলতেছে। আমি এর পরবর্তীতে দেখলাম মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত তার পেট উঁচু, মনে হচ্ছে গর্ভাবস্থা পরে আজকে গোসল দিয়ে আল্ট্রাসনোগ্রাম করে দেখলাম ৮ মাসের গর্ভাবস্থা। আমরা থাকে গাইনী ওয়ার্ডে ভর্তি করে দিয়েছি।আমাদের ৪জন আয়া শিফটিংয়ে ডিউটি করতেছে।গাইনী ওয়ার্ডের ইনচার্জয়ের দায়িত্বে আছে।এবং আমরও তত্ত্বাবধানে আছি। সমাজসেবা বিভাগও সহযেগিতার আশ্বাস দিয়েছেন।