রিমঝিম নুপুর পায়ে
এলো ঐ বৃষ্টি •••••••••!
পাতায় পাতায় লাগল নাচন
কী অপরুপ সৃষ্টি ...বিস্তারিত
তুমি আসবে বলে,
বরষার প্রাতে, অপেক্ষায় দিন গুনেছি।
তুমি আসবে বলে,
মেঘের ঘনঘটায় বাহির পানে চেয়েছি।
তুমি ডাকবে বলে,
...বিস্তারিত
আকাশ ঢাকা মেঘ পালকে
উদাস দুপুর হাওয়ায় দোলে,
ভেজা মেঘের আভাস এসে
ভিজিয়ে দিলো মনের বাতায়নে।
ঝিরি ঝিরি বাতাস বইছে মনের কাননে
...বিস্তারিত
কখন এমন জড়িয়ে গেলাম
বুঝতে পারিনি
কথায় কথায় মন হারালাম
জানতে পারিনি।
তোমার কথার মোহমায়ায়
...বিস্তারিত
হায়রে আমার অবোধ মনা
আশায় করিস বাস!
জানিস আশা সর্বনাশা?
আশায় চাষার নাশ!
মনারে তুই হই চাতকী!
উর্ধ্বে তুলিস মুখ,
...বিস্তারিত