পাশ দিয়ে হেঁটে যায় চেনা মানুষ
তবু চিনতে পারি না।
অ-পরিচিতের ভিড়ে চেনা মুখও অচেনা লাগে;
রোদের মতন মানুষ,ছায়ার মতোন মানুষ
...বিস্তারিত
তোমার চোখে তাকালে মনে হয়-
জলের বুকে ফোটা দুটি পদ্ম,
যত দেখি তৃষ্ণা মেটে না কখনো,
বরং আরো গভীরে ডুবে যাই নেশার মতো।
তোমার ঠোঁটে ...বিস্তারিত
চলো যাই ওই নীল আকাশ পারে;
যেথা স্বাধীনতা আছে
ইচ্ছেমতো উড়িবারে।
কি আবেশে যাবো
ভাবছি মনে মনে
তোমার সনে।
ওই দূরে ...বিস্তারিত
তোমাকে দেখি না বহুদিন -- অথচ
জানালার ফাঁক গলে আসা ভোরের আলো মনে করিয়ে দেয়
তুমি একদিন এই রোদেই দাঁড়িয়ে হেসেছিলে।
ভেসে আসা ফুলের ...বিস্তারিত