কেউ কেউ একটু আলাদা
ঠিক মেজেন্টা থোকার মাঝে হালকা ইয়োলো
তাকে চিনতে তাই সকাল লাগে না
বিকাল লাগে না
মিছিলের মাঝে একা; একজন
...বিস্তারিত
যা নয় আরাধ্য অথচ তীব্র কাঁপন
চোখের জল, জানি তা বার বার
তবু কেন এ বেহায়া মন করে স্মরণ !
জানি ছোঁবার নয়, শত সহস্র যোজন দুর
...বিস্তারিত
মনের মধ্যে শীতল বাতাস,
তবু বইছে দ্বিধা দ্বন্দ্ব
কে যেন হঠাৎ এই শেষের বেলায়,
বাজায় এক নতুন ছন্দ?
কেন এ ব্যাকুল মন
...বিস্তারিত
তিনিই তো সেই কবি
ধানের খোসার মধ্যে ভরে দেন গাঢ় সাদা মদালস দুধ
কার্তিকের বেগানা বাতাসে
অচিরে যা ফুরফুরে চাল হয়ে ওঠে।
...বিস্তারিত
হাটঁতে গেলেই পায়ে খড়কুুটো বাজে,,
খড়কুটোর কি দোষ বলো
পা তুমি সামলে চলো!
...বিস্তারিত