যখন তুমি হাসো
তখন হও সুমধুর ।
মনে হয় এই তো বুঝি
একটু আদর।
যখন তুমি রাগো
তখন হও অনাদেয়।
ভয়ে থাকি ধড়াস ...বিস্তারিত
ক্ষুধার জ্বালায় শব্দ জ্বলে;
কবিতাগুলো পুড়ে ছারখার
অনুভূতির দল কঙ্কালসার,
সময়টা আজ কুলাঙ্গার!
মস্তিষ্কের ...বিস্তারিত
এই যে বেলাগুলো ঝিমিয়ে হেঁটে যাচ্ছে,
দর দর করে পৃথিবী কাঁপিয়ে।
কতটুকু জমিয়ে রাখতে পেরেছি কাঁচের কৌটায়?
কিংবা সাজিয়ে ; ঝুম বারান্দায়।
...বিস্তারিত
প্রহর উত্তপ্ত হলে শুকায় যদি
শিশির কণা
যদি না হয় ছুঁয়ে দেখা
উন্মুক্ত উদার ঐ সুদূর আকাশ
যদি মেঘে ঢাকে;
...বিস্তারিত
আজ বৃষ্টিটা অন্যরকম ভালো লাগছে, তাইনা মাহিম ?
যমুনাকে আর কোনোদিনও এত ভালো লাগেনি আমার।
একটা ছোট বোট নিয়ে চলা তোমার আমার,
ইচ্ছে হয় ...বিস্তারিত