উষ্ণতা তোমার অনুভূতি স্পর্শ করে
চাঁদের জোছনায় চুপিচুপি হেটে চলা
বিরোহের রক্তগোলাপ হৃদয়ে ফুটে
নীল স্বপ্নগুলো ধ্যানের প্রবাহে
অজানা স্রোতে উত্তাল ঢেউ খেলে
দূরের ভালোবাসা সমুদ্র ছুয়ে যায়
ছুয়ে যার পাহাড়, নদী, চন্দ্র, সূর্য বিশ্বাস ও তোমাকে
স্পর্শ গভীরতার অনুভবে আড়ালে তুমি।