ফুলবাড়ীগেট প্রতিনিধি নগরীর খালিশপুর শাখার পূবালী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকিং কর্ণার এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান রবিবার আসরবাদ খালিশপুর শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার সৈয়দ মো. ওয়াহিদুজ্জামান। ডেপুটি জুনিয়র অফিসার মো. জাহিদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চলের প্রধান শেখ সামসুদ্দোহা। বক্তৃতা করেন প্রিন্সিপ্যাল অফিসার ও অপারেশন ম্যানেজার মো. মুশফিকুর রহমান। এসময় রাবেয়া ইসলাম রাফা, তন্ময় কুমার শাহা, মামুন বিশ্বাস, মো. তানভির হাসান সহ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া শেষে প্রধান অতিথি ফিতা কেটে পূবালী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকিং কর্ণার এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।