মহেশখালী কক্সবাজার ১৭ নভেম্বর ২০২৪
মহেশখালীতে পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত,সাজাপ্রাপ্ত'সহ ৭ আসামীকে গ্রেপ্তার
করেছে মহেশখালী থানা পুলিশ।
মহেশখালী থানা সূত্রে জানা যায়-
মহেশখালী থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী (পিপিএম),
এসআই আল আমিন,এসআই মহিউদ্দিনএসআই সাজ্জাদ চৌধুরী,এসআই অসীম কুমার,এসআই রাজীব,এএসআই এমদাদ,এএসআই রাসেল,এএসআই লিংকন,এএসআই রিয়াজ সঙ্গীয় ফোর্রসহ(টিম মহেশখালী)থানা পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে- সিআর- ৩৩৩/২৩, এর আসামী মুহাম্মদ সাহাবুদ্দিন, পিতা-আবু জাফর,সিআর-৫৭৫/১৭(প্রতারণা) ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ বাকী বিল্লা হেলালী, পিতা-সামসুদ্দোহা,জিআর -৬৮০/১০(মাদক) ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবদুর রাজ্জাক,পিতা-মৃত হাজী জাফর আহমেদ, জিআর সাজা-১০২/১৯,(মাদক) ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ ইসমাইল, পিতা-মোঃ কামাল, বন -২৯/১৭(পাহাড় কাটা)
৬ মাসের সাজাপ্রাপ্তআসামী মোঃ মাহবুব, পিতা-মৃত এজলাস মিয়া,জিআর-৫২/২৩, এর আসামী আলা উদ্দিন (৪৪), পিতা-জহির আলম, জিআর-২৯৬/২২, এর আসামী আজিজ উল্লাহ (৪৫), পিতা-মৃত আলী আহমদ ভুতু, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার সহ ০৭ জন আসামী'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান থাকবে।