ওম্ব থেকে মর্গ...... মর্গ থেকে ওম্ব
খবরে যা দৃশ্যমান আর যা জবড়জং
একদিন ঠিক হবে সব, সব হবে, শ্যাম
এই মতো চলবে রক্তের পোস্টমর্টেম।
বিরতিহীন উদরপূর্তির ঘোষণায়
দিকে দিকে ঠগ বাছতেই কম্বল উজাড়
পুচকে কীটও সং সেজে ডায়নোসর
যত্রতত্র ফণা তুলে কেউটেও ভাইপার।
মর্গ থেকে ওম্ব..... ওম্ব থেকে মর্গ
শোকের কাফনে ঢাকা দৃশ্যপট
ছেঁড়া বলে যে কাপড় ফেলছ ছুঁড়ে
তার অভাবেও যেতে পারে ইজ্জত।
একই ছাঁচে বৃন্দবন্দনা, বাংলাদেশ
রাজার বদলে এলো না রাজা!
সবুজে ও লালে, গীতে ও রীতে
ছেদে-ব্যবচ্ছেদে কাটা পড়ে মা।