আমার হলো কী রে বন্ধু আমার হলো কী
তার প্রেমে তো সত্যি আমি পাগল হয়েছি।।
সে যে আমার কান্নাহাসি দুটি চোখের আলো
জানো নাতো তারে আমি কত বাসি ভালো।
প্রেমের হাজার তাজমহল তাই মনে গড়েছি।।
প্রথম যখন তারই সাথে হলো আমার দেখা
বলেছে মন হলাম দুজন আমি তো নই একা।
দুচোখে তার ভালোবাসার কাব্য পড়েছি।।
প্রেমের কথায় বন্ধু তোমার হৃদয় কেন জ্বলে
মনের বেদন জানাতে চাই কেমন কৌতূহলে !
বকুল হয়ে আমি যে তার গলায় ঝরেছি।।