দীপাবলীর রাত
জ্বলছে রঙমশাল,
তীব্র বারুদের গন্ধে
ভরে আছে চারদিক।
মা কালী তুমি কোথায়?
পাঁ তলা ছ তলা মণ্ডপের
কোন আড়লে তোমায় রেখেছে,
তোমার পূজা যে হারিয়ে যাচ্ছে মা
আরম্বরের অন্তরালে।
চতুর্দিকে শুধু ইলেকট্রিক আলোর রোশনাই
আর বারুদের গন্ধ।
অমাবস্যার আড়াল দিয়ে মুখ বাড়িয়ে
উকি দিচ্ছে নকল দিয়ে সাজানো জোৎস্না।
মা গো তুমি কোথায়?
তোমার একটু প্রসাদের আশায়
উদল গায়ে ছেলেটা দাঁড়িয়ে আছে।
মা গো তুমি কি দেখতে পাচ্ছ?
সবাই তেড়ে আসছে চোর ভেবে, মারবে বলে।
মা গো তুমি তো জানো?
ছেলেটি চোর নয়,
তোমার সামনে রয়েছে সাজানো
প্রসাদের কত সামগ্রী,
ও শুধু তার থেকে একমুঠি চায়...
--ও তো চোর নয়...
--ওর শুধু বড় ক্ষিদে পেয়েছে।।