শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

কোম্পানীগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে আটক ১

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৪-১১-১২ ২২:১৯:০০

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী  ইউনিয়নে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলম (৫২) নামে একজনকে আটক করেছেন সেনাবাহিনী।
আটককৃত শাহ আলম চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
ভাংচুর ও হামলার ঘটনায় ৯ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মামলা  দায়ের করেছে ফরিদা ইয়াসমিন নামে এক গৃহবধূ ।  
সোমবার বেলা ১১টায় ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রুহিত চান্দের বাড়িতে এ ঘটনা ঘটে।  
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়িতে জায়গা নিয়ে বিরোধের জেরে আসামীরা ফরিদা ইয়াসমিনের বসত বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা কয়েক ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। 
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। শাহ আলম নামে একজনকে আটক করা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


এ জাতীয় আরো খবর