শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

নিসচা কমলগঞ্জ শাখার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও লিফলেট বিতরণ

  • মোঃ আব্দুস সালাম
  • ২০২৪-১১-১২ ১০:১৯:২৯

বর্তমান সময়ে কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সড়ক চাই সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তেতই গাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থী সমাবেশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় গতকাল ১১ নভেম্বর  বিকাল ৩.৩০ মিনিটে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ আব্দুস সালাম এবং সঞ্চালনায় ছিলেন নিসচা প্রচার সম্পাদক খান মোহাম্মদ হোসাইন। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, নিসচা পৃষ্ঠপোষক বিলকিস বেগম।
বিশেষ অতিথিবৃন্দরা হলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি রাসেল হাসান বক্ত, কামাল হোসেন মাষ্টার, নিসচা ক্রিড়া ও সমাজ কল্যাণ সম্পাদক ইমরান খান, উপজেলা কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, আদিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা গুলনাহার বেগম, আমির হোসেন ও উক্ত স্কুলের শিক্ষকবৃন্দ। 
প্রায় ৪০০ শতাধীক শিক্ষার্থীদের সামনে অতিথিবৃন্দরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাস্তায় চলাফেরা ও পারাপারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 
পরবর্তীতে সকল শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।


এ জাতীয় আরো খবর