চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রেমের টানে ভারতীয় স্বামী ছেড়ে এক ভারতীয় তরুনী এখন বাংলাদেশে এসে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় গোঠাপাড়া গ্রামে সংসার করছেন। তাঁর স্বামী ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে মো.মাসুদ(২৩)।
সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় সং¤িøস্ট ইউপি সদস্য মো.নাসিরুদ্দিন বলেন, দক্ষিন ভারতে রাজমিস্ত্রীর কাজ করতে যান মাসুদ। দেড় থেকে দুইমাস আগে তিনি ফেরার সময় ওই তরুনীকে সাথে করে বাড়ি নিয়ে আসেন। এখানে আসার ৪/৫ দিন পর ওই মেয়ে তাঁর ভারতীয় স্বামীকে তালাক দেন ও মাসুদকে বিয়ে করেন। এ ঘটনার পর ওই তরুনীর তালাক দেয়া স্বামীর মামা পাসপোর্টে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। ওই মামা গোমস্তাপুর উপজেলার তাঁদের ্ এক আত্মীয়কে সাথে করে মাসুদের বাড়িতে আসেন। তাঁরা মাসুদের বাড়িতে একরাত থেকে যান।
ইউপি সদস্য নাসির বলেন, এখানে আসার পর ওই তরুনী মোবাইল ফোনে এমনকি ভিডিও কলে ভারতে যোগাযোগ করেছেন। তালাক ও এখানে বিয়ের কাগজ তিনি হয়ত ফোনে দিয়ে দিয়েছেন। বেড়াতে আসা আগের স্বামীর মামাকেও দিয়ে দিতে পারেন। নাসির আরও বলেন, তরুনীর বিয়ের পর তিনি নিজে মাসুদের বাড়িতে যান ও কাগজপত্র দেখেন। তবে তিনি মেয়েটির পরিচয় নিশ্চিত করতে পারেন নি। তিনি বলেন, মেয়েটি বাঙ্গালী ও সম্ভবত পশ্চিমবঙ্গের মালদহ জেলায় তাঁর বাড়ি। ওই মেয়ের আগের পক্ষের কোন সন্তান ছিলনা বলেও জানান নাসির।
এ ব্যাপারে গোঠাপাড়া গ্রামের বাসিন্দা সামজাদ আলী বলেন, গ্রামবাসী এক থেকে দেড়মাস আগের ঘটনাটি জানেন। মাসুদ দক্ষিণ ভারতে রাজমিস্ত্রির কাজ করতে যেয়ে সম্পর্কে জড়ান। এরপর ওই তরুনীকে দেশে নিয়ে এসে বিয়ে করেন। এখন তাঁরা সংসার করছেন। তবে তরুনীর পরিচয় নিশ্চিত করতে পারেন নি সামজাদ।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপু এ সম্পর্কে কিছু জানেন না বলে জানান। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম জাকারিয়া বলেন, এ ব্যাপারে পুলিশ কিছু জানে না। এ ব্যাপারে সং¤িøস্ট ৫৩’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বা উপ-অধিনায়কের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।