একটি স্বপ্ন দেখেছিলাম অনেক আশা নিয়ে
দেশটা আমার জ্বলবে এবার হাজার তারা দিয়ে।
শিশুরা সব খেলবে মাঠে বুড়োরা সব মিলে
হাট-বাজারে চা পিয়োবে আচ্ছা খোলা দিলে।
দল বিভাজন থাকবে না আর শতেক দলের মাঝে
উদার মনে কইবে কথা সকাল-বিকাল-সাঁঝে।
ছাত্রছাত্রীর কলরবে বিদ্যালয়ের রুম
মুখর হবে নতুন করে পড়বে পড়ার ধুম।
এক কথাতে বলতে গেলে বলতে যদি হয়
একটি সোনার দেশের ছবি আঁকা হৃদয়ময়।
সেই ছবিতে সোনার দেশে সোনার স্বপন হাসে
কামার কুমার জেলে তাঁতি সুখানন্দে ভাসে।
দিবাস্বপ্নে বিভোর হয়ে ঘুমিয়েছিলাম ঘরে
জেগে দেখি স্বপ্ন ধূলোয় গড়াগড়ি করে!
ভাবনাতে আর বাস্তবে নেই এতোটুকু মিল
চারিদিকে হায়েনাগুলো করছে যে কিলবিল।
রাক্ষসেরই মতো থাবা মারছে যারে তারে
সোনার দেশে সোনার ছেলে পিটিয়ে মানুষ মারে!
হায়রে আমার অভাগা দেশ আর কত চুপ র'বি
বল কথা বল,ন্যায়ের পথে না হয় শহীদ হবি
দেশটা জুড়ে ইয়াজুজ-মাজুজ খেলছে অবিরত
হয়তো সুখে আগুন দেয়াই আজকালকার ব্রত...