অনেক কিছুই নিজের কাছে নেই আর
হারিয়ে ফেলেছি অসর্তকে
অবহেলায়
যেতে যেতে পথে পথে
কাছের দূরের
প্রিয় মুখ প্রেমের
রাখিনি কিছুই যতন করে।
বুকের গভীরে
জমে ওঠা অভিমান
সীমাহীন পিছুটান
রাখিনি কিছুই
সবই ফেলেছি খুইয়ে।
ভালোবাসা কথা দেওয়া
কাছে আসা ফিরে যাওয়া
নিস্ফল সব আয়োজন
এ জীবনে যা কিছু প্রয়োজন
ধরে রেখে ভারী করেও রাখিনি অকারণ।
অথচ সবকিছু তুচ্ছ করে
পরম যতনে শুধু রেখেছি ধরে
তোমার আমার দুঃখ দিনের
অশ্রুজলের মুক্তাগুলো।