লুকিয়ে রয়েছো মনের আড়ালে
খুঁজে তো পাই না মনে
কেন মিছে ছলে ভালো বাসিবার
আশা জাগে ক্ষণে ক্ষণে।।
আমি তো বুঝেছি বৃথা এ সাধন
কবে টুটে গেছে মায়ারই বাঁধন
আজো জাগি আমি গভীর নিশীথে
তারকারাজির সনে।।
যাতনা ভুলেছি নাই জ্বালা আর
পৃথিবীতে বলো কে যে হবে কার
হাহাকার ভরা হৃদয়ের ভার
রেখেছি সঙ্গোপনে।।
বলো না আমারে ভালো বাসিবারে
ঘুরবো না আর কভু কারো দ্বারে
চাই না জীবনে কোনো অভিসারে
ছুটে যাবো প্রাণপণে।।