ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান শিরোমনি হাফিজিয়া মাদ্রাসায় ৩দিন ব্যাপী ৬৫তম ওয়াজ মাহফিলের ১ম দিন আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে । ১ম দিনে প্রধান অতিথি ঢাকা তেজগাও’র মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ডঃ আবুল কালাম আযাদ বাশার, বলেন আল্লাহ তায়ালার শুকরিয়া দীর্ঘ ১৭ বছর পর যে আল্লাহ তায়ালা আমাদের মন খুলে কথা বলার সুযোগ করে দিলেন। জালিমরা আমাদের স্বাধীন দেশে আমাদেরকে পরাধীন করে রেখেছিল, আল্লাহ তায়ালার অশ্বেষ দয়ায় আল্লাহ তায়ালা আজ জালিমদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। শুধু আলেমরাই নয় দেশের অন্য সকল মুসল্লিদেরও কাজ রয়েছে। ইসলামের আদেশ গুলো অবশ্যই মেনে চলতে হবে নিজেকে প্রপাগান্ডা থেকে মুক্ত রাখতে হবে। মাহফিলে প্রথম দিনে বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করেন খুলনার ফুলবাড়িগেট কারিমিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি হুমায়ুন কবীর হুসাইনী। আজ ৯ নভেম্বর শনিবার শিক্ষার্থীদের দেস্তারবন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ,ফ,ম, খালিদ হোসেন। প্রধান আলোচক থাকবেন মাওলানা তারেক মনোয়ার, বিশেষ অতিথি থাকবেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হক, খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান । এবং শেষ দিন ১০ ডিসেম্বর রবিবার প্রধান অতিথি থাকবেন মাওলানা মুফতী আমির হামজা, বিশেষ অতিথি থাকবেন খুলনার বায়তুন নূর জামে মসজিদ’র খতিব মাওলানা আবুল বাশার জিহাদী। সভাপতিত্ব করবেন শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।