কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২৩১তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজী এন্ড সন্স মার্কেটে ইউসিবির এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটি উদ্বোধন করেন।
ইউসি ব্যাংকের মিড়িয়া বিভাগের প্রধান মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.হাবেল উদ্দিন ,শাখা ব্যবস্থাপক মো.ফিরোজ উদ্দিন ,কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন বিএসসি,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক তাজ উদ্দিন শাহীনসহ স্থানীয় গণমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি এবং ইউসিবির প্রধান কার্যালয় ও কোম্পানীগঞ্জ শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।