২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা করেছে নিরাপদ সড়ক চাই সৌদি আরব শাখা। মদিনার কুটুম বাড়ি রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে নিচসা সৌদি আরব শাখার সভাপতি আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে ও সহসভাপতি নুরুন্নবী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুস সালাম মাদানী, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আনিছুর রহমান পলাশ, এছাড়া ও বক্তব্য রাখেন, সহসভাপতি আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদদীন,মোঃ রফিক সহ আরও অনেকে বক্তব্যে বক্তারা বলেন,,,,,,,
প্রায় তিনদশক আগে এই দিনে বান্দরবানে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান নিয়ে গড়ে তুলেন সামাজিক সংগঠন-নিরাপদ সড়ক চাই (নিসচা।
তাই সকলকে দেশে এবং প্রবাসে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।