মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। "ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হউক সবার "। এই স্লোগান কে সামনে রেখে মঙ্গলবার ২২শে অক্টোবর নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখা'র আয়োজনে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে টঙ্গীবাড়ী উপজেলা কমপ্লেক্স ভবন এর সামনে হতে সকাল ১০টার সময় র্যালী বের করা হয়। র্যালিটি বাজার হয়ে টঙ্গীবাড়ী থানা প্রদক্ষিণ করে সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদ এসে শেষ হয়। এসময় র্যালিতে অংশ গ্রহণ করেন টংগীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসলাম হোসাইন।
পরে সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলা শাখা'র সভাপতি নুর মোহাম্মদ বেপারী"সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু"সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-
সহ সভাপতি জয়নাল আবেদীন কন্ট্রাক্টর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান,সহ -সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী,সাংগঠনিক সাত্তার হোসেন নয়ন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল শেখ, প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, কার্যকরী সদস্য বিপু মাদবর, কাজী তামিম,আক্কাস বেপারী, কুদ্দুস শেখ , কামাল হোসেন সার্ভেয়ার, মুক্তার হোসেন সহ নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সদস্যবৃন্দ।