শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শণ করলেন ভারতীয সহকারী হাইকমিশনার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১২ ২৩:১৭:৩৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলার  বিভিন্ন মন্দির ও দূর্গাপুজা মন্ডপ পরিদর্শণ করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তাঁকে ফুল দিয়ে  ও ধর্মীয় রীতিতে বরণ করা হয় এবং উত্তরীয় সহ বিভিন্ন উপহার দেয়া হয়। তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ও পূজার শুভেচ্ছা জানান।
শনিবার(১২অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি রাজশাহী থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা কর্মকারপাড়া চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরে এসে পৌঁছান। তিনি মন্দিরের দূর্গাপূজা মন্ডপে   পুরোহিত ঠাকুর সমীর চক্রবর্তীর সাথে পূজা অর্চনায় অংশ নেন। এসময় মন্দির কমিটি সভাপতি বাসুদেব নন্দী, সাধারণ সম্পাদক অজিত পাল,পূজা কমিটি সভাপতি রনি নন্দী ও সাধারণ সম্পাদক রাধা বল্লব কর্মকার সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাইশ পুতুল দূর্গামন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি প্রণব কুমার পাল ও সাধারণ সম্পাদক মৃনাল কান্তি পাল উপস্থিত ছিলেন। দুপুর  ২টার দিকে সহকারী হাইকমিশনার মনোজ কুমার চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কুল কলেজ সড়কে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটি পরিচালিত সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ী মন্দির ও পূজামন্ডপ পরিদর্শন করেন। এখানে মতবিনিময়ে তিনি বলেন, দীর্ঘদিনের ভারৎ-বাংলাদেশ বন্ধুত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। পরে তিনি রাজশাহী ফেরৎ যান।
চাঁপাইনবাবগঞ্জের এসব মন্দির ও মন্ডপ পরিদর্শনকালে তাঁর সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষ,সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। 


এ জাতীয় আরো খবর