শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

দূর্গাপুজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম টানা ৬দিন বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০২ ২১:২৩:০৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শরাদীয় দূর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম   আগামী ৯ অক্টোবর বুধবার থেকে আগামী ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে আমদানী-রপ্তানী কার্যক্রম  যথারীতি পূণরায় চালু হবে।  
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারশেন ম্যানেজার কামাল খান সোনামসজিদ বন্দরের বিপরীতে  ভারতের মোহদীপুর স্থলবন্দরের এক্সপোটার্স এসাসিয়েশনের পাঠানো এক পত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে ইতিমধ্যে দু’দেশের সংশ্লিস্ট সকল পক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।  তিনি আরও বলেন,ওই ৬দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও আভ্যন্তরীন লোড-আনলোড,পরিবহন,গুদামজাতকরণ,সরকারি অফিস কার্যক্রম    চালু থাকবে।  এদিকে ইমিগ্রেশন সুত্র জানায়,বন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন যথারীতি প্রতিদিনই চালু থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা এ পথে প্রতদিনিই  যাতায়াত করতে পারবেন।


এ জাতীয় আরো খবর