জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই ( নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা পক্ষ থেকে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে আজ ১ অক্টোবর রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় সর্বপ্রথম কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের এএসপি ও কমলগঞ্জ থানা নবাগত অফিসার্স ইনচার্জ ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এর সাথে মতবিনিময় ও ও স্মারকলিপি প্রদান করার হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, পৃষ্ঠপোষক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, নিসচা সহ সভাপতি রাসেল হাসান বক্ত,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল বাছিত সাহেদ, কার্যনির্বাহী সদস্য আবিদুর রহমান, আমির আলী সহ অন্য সদস্য বৃন্দ।
এ সময় সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ ও যানজট নিরসনে ও কমলগঞ্জ উপজেলা বিভিন্ন ভাঙ্গা সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।