গোলাপগঞ্জে বিশ্বনবী মুহাম্মদ( স) নিয়ে কটুক্তি প্রতিবাদে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলূম দাড়িপাতন গোলাপগঞ্জ এর আহ্বানে ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে গোলাপগঞ্জ চৌমূহনিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
দারুল উলুম গোলাপগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষাসচিব হাফিজ মাওলানা মুহাম্মদ মাহদী হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাছে বক্তব্য রাখেন, আঞ্জুমানে হেফাজতে ইসলামের মহাসচিব অধ্যাপক মওলানা আব্দুস সবুর, বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার, জামেয়ার দ্বীনিয়া আসাদুল উলুম এর মুহাদ্দিস মাওলানা হাফিজ মাওলানা মুজাম্মিল হুছাইন, মোহাম্মদী তাহসিনুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিহাব উদ্দিন, সহকারি পরিচালক মাওলানা এনামুল হক, দারুল উলুম গোলাবগঞ্জ এর নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা ইয়াহ`য়া মাহমুদ তালুকদার, শিক্ষাসচিব মাওলানা আব্দুর রশিদ ছাদি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগি ডাক্তার হাবিবুর রহমান,আব্দুল লতিফ সরকার, মদিনাতুল উলুম বাউসী মাদরাসার মুহতামিম কারী ছাঈদ আহমদ, মাওলানা আব্দুল মালিক, হাফিজ মাওলানা নুরুদ্দিন, হাফিজ আব্দুল আহাদ, সরস্বতী মহিলা মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হোসেন জিরান, দারুন উলূম এর সহকারি শিক্ষক মাওলানা কামরুল ইসলাম ও মাওলানা ওমর ফারুক প্রমূখ।