সেদিন কথা দিয়েছিলে
বলেছিলে আসছো তুমি
শীতল আবেশ ছুঁয়েছিলো তপ্ত তনু
মেঘ ফুঁড়ে হেসেছিলো পূর্ণিমা চাঁদ,
রাত গড়ালো, পেঁচা ঘুমোলো
তমসাকে বুড়ো আঙুল দেখিয়ে এক সময়
খিলখিলিয়ে উঁকি দিলো ভাস্কর
তুমি এলে না।
আমার সমস্ত আয়োজন মিছে হলো
আরোরার রঙ সব মুছে গেলো
এক অদ্ভুত দিন দাঁত কেলিয়ে হেসে উঠলো।
বুঝলাম,কথা দেয়া সহজ
কিন্তু কেউ কথা রাখে না
কথা রাখতে জানে না....