মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশৃংখলার অভিযোগে ১৭জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-০১ ০০:০৯:০১

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশৃংখলার অভিযোগে ১৭জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদনে ৮জনকে গুরুদন্ড, ৪জনকে লঘুদন্ড ও ৫জনকে তিরস্কার করা হয়েছে বলে জানা গেছে। 
ডিসি সিয়োগ নিয়ে ১০ ও ১১ সেপ্টেম্বর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কমর্রত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তরে ঢুকে তর্কে জড়িয়ে পড়ছেন। 
ঘণ্টার পর ঘণ্টা ধরে চিৎকার চেঁচামেচি ও হুইহল্লা করেছেন তারা দপ্তরের বাইরে দাঁড়িয়ে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে সরকার।


এ জাতীয় আরো খবর