গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ মো: শাহীন আহমদ নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। রোববার ভোর ৫টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লালমাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে অস্ত্র মেরামতের বিভিন্ন সরঞ্জামাদি ও দেশিয় অস্ত্র (২টি রাম দা, রড, স্টিল পাইপ) পাওয়া যায়।
আটককৃত শাহীন আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লালমাটি গ্রামের মৃত মরতুজ আলী ছেলে।
জানা যায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর মাহমুদ (৬৫ ইবি, গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড) এর নেতৃত্বে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ শাহীন আহমদকে আটক করে সেনাবাহিনীর গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর মেজর মাহমুদ।