একটা শিল মাছ বলল,
তুমি অগম্যেই ভালো ছিলে!
.
কত অল্প ইচ্ছা নিয়ে বাণিজ্যে বের হই
বণিক হই!
.
কত খোয়াব চোখে নিয়ে
তৃণবাড়ি বাড়ি যাই
ঘুমিয়ে ছিলে বলে বনফড়িং; ডাকিনি
ফিরে এসেছি নিজের অনলে
,
হয়তো বলাই হবে না
কতটা ভালোবেসেছি নীল
কতটা ছিল মিল
আমার সাথে আমার!
বধির জনমে
কিছু কথা থাক
না বলাটাই ভালো!