বাবা মানে হাজার আশা অনেক ভালোবাসা ।
বাবা মানেই সুখ স্বর্গ, সুখের সাগরে ভাসা।
বাবা মানে রোজ বাড়ি ফিরার কালে,কিছু হাতে আসা।
বাবা মানে অনেক পাওয়া লক্ষ্যে পৌঁছার সিড়ি।
বাবা মানেই ভুল শুধরিয়ে, পিঠ চাপকে চল একসাথে বাড়ি ফিরি।
বাবা মানে ক্লান্ত হলে আমার হাতটি ধরিস।
বাবা মানে ভয় পাস না বুকে সাহস করিস ।
বাবা মানে সব হারালেও আমি আছি তোর।
বাবা বৃক্ষ থাকবেনা যখন দেখবি সবাই কেমন পর।
বাবা মানে হাঁটছি আমি চলছে বুকে শ্বাস,
বাবা তুমি থাকবেনা যখন পড়বে দীর্ঘশ্বাস ।