মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

শা মা না জ

  • বন্ধু মানে
  • ২০২৪-০৯-২৭ ২৩:২৪:৩৪

বন্ধু মানে পুরুষ নয় নারী নয়
বন্ধু মানে একনজর দেখতে চাওয়া 
বন্ধু মানে দূরত্বকে জয় করা 
বন্ধু মানে হাসিমুখে ঝাড়ি খাওয়া
বন্ধু মানে  নীদ্রাহীন কাটিয়ে দেওয়া 

বন্ধু মানে শৌর্য নয় বিত্ত নয় 
বন্ধু মানে অর্থহীন হাসতে জানা 
বন্ধু মানে কথার মালা ছড়িয়ে দেওয়া 
বন্ধু মানে ভালবাসায় হাত ধরা 

বন্ধু মানে বিচার নয় দম্ভ নয়
বন্ধু মানে অবিরাম কথা বলা 
বন্ধু মানে অপেক্ষায় বসে থাকা
বন্ধু মানে শব্দহীন বুঝে নেওয়া 
বন্ধু মানে বিশ্বাসের পথচলা


এ জাতীয় আরো খবর