মা আমরা ভালো নেই, কারণ-
টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আগুন জ্বলছে
সেই আগুনে ঝলসে যাচ্ছে
আমার ভাই, বোন, সহপাঠী।
মা আমরা ভালো নেই, কারণ-
জাতির মেরুদণ্ড,
ছাত্রের কপাল ফুটো করে
মগজ ঝরাচ্ছে ওরা।
আমরা ভালো নেই মা, কারণ-
তোমার অনেক ছেলের চোখ
ক্ষমতালোভীরা গেলে দিয়েছে বুলেটের আঘাতে।
মা আমরা সত্যি ভালো নেই, কারণ-
তোমার বুকের অবারিত স্নিগ্ধ সবুজ
আজ তোমারই সন্তানের রক্তে রাঙিয়েছে ওরা।
আমরা ভালো নেই মা, কারণ-
আমার মায়ের, বোনের সম্ভ্রমের দামে কেনা
লাল-সবুজের পতাকা ওরা ঝাঁঝরা করেছে গুলিতে।
মা আমরা একটুও ভালো নেই, কারণ-
২৪-এর জুলাই কলঙ্ক সৃষ্টিকারীর শিকার
শান্তিপ্রিয় আমরা সবাই।
ভালো নেই মা, আমরা কেউ ভালো নেই ; কারণ-
তোমার ছাপ্পান্ন হাজার বর্গমাইল প্রাচীরের
প্রতিটি পিলারে ওরা আঘাত হানছে হীন বর্বরতায়।
আমরা ভালো নেই মা, কারণ-
রক্তের সাগর সাঁতরে পূর্বপুরুষরা
মানচিত্রে যে বাংলাদেশ এঁকেছিল;
স্বৈরাচার তা বদলে দিচ্ছে।
মা আমরা ভালো নেই, কারণ-
তোমার মাটিতে বেড়ে ওঠা '২৪-এর নব্য হায়েনারা
আমাদের ঘুমাতে দেয় না।
দরজা ভেঙে তোমার আঁচল থেকে
তুলে অকথ্য নির্যাতন করছে।
ভালো নেই আমরা মা, কারণ-
ওরা আমাদের মুখ চেপে ধরছে,
আমাদের বাকরুদ্ধ করতে চাইছে।
আমরা ভালো নেই মা, কারণ-
স্বাধীনতার ৫৩ বছর পরও
আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি না,
বাংলাদেশ হতে পারছি না।
সত্যি আমরা ভালো নেই মা।