মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

কোম্পানীগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৯-২৭ ০৮:২২:৩৯

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে পূজামন্ডপের শান্তি শৃঙ্খল রক্ষাসহ সুষ্ঠু ভাবে পূজা উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায়
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: হাবেল উদ্দিন, ক্যাপ্টেন তাকসীরুল কবির,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: তাসলীমা ফেরদৌসী, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: ফিরোজ আলম, বসুরহাট পৌরসভার কাউন্সিল মাজহারুল হক তৌহিদ প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর