ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন গত ৫ আগষ্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি , বিগত ১৫ বছর যাবত ব্যবসা বানিজ্য , স্কুল-কলেজ, মসজিদ ,মাদ্রাসা প্রতিটি সামাজিক ও সাংকৃতিক সংগঠনে বিরাধী দলের কোন ঠাই হয় নি। ছাত্র জনতার গণ বিক্ষোভে ,গণ আক্রোশে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। এজন্য ক্ষমতায় এসে কোন অহংকার দাম্ভিকতা মানুষের প্রতি প্রতিশোধ নেয়া নিজেকে শক্তিশালী মনে করা ঠিক নয় । রাজনীতিতে সবসময় মানুষকে ভালোবাসা মানুষের দুঃখ কষ্টে পাশে থাকা , ভাই হিসাবে ভাইয়ের পাশে থেকে ভালবেসে মানুষের অন্তর জয় না করতে পারলে সে রাজনীতিতে কখনো মানুষ ভালোবাসা পায়না। শেখ হাসিনার ১৫ বছরে আমাকে ৭ বছরের বেশি সময় জেলখানায় রাখা হয়েছে, ৬০ দিনের রিমান্ডে কাটাতে হয়েছে ।
বৃহস্পতিবার বিকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতের অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসেন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান , সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম ও গাওসুল আযম হাদী, বায়তুল মাল সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ইউসুফ আলী, থানা জামায়াতের সেক্রেটারী গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আঃ আলিম মোল্ল্যা, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা সভাপতি বিল্লাল হুসাইন, সেক্রেটারী আবু ইউসুফ , খানজাহান আলী থানা শিবিরের সভাপতি আল আমিন হোসেন, সেক্রেটারী সম্পাদক শেখ আল ইমরান প্রমূখ ।