চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে বিশেষ কায়দায় মোটরসাইকেলে লুকিয়ে ১৬১ বোতল ফেনসিডিল পাচারকালে নাহিদ ইসলাম(২২) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া ঢুলিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। বৃহস্পতিবার(২৬সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজার এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার যুবক একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। মাদক চালান পাচারের গোয়েন্দা তথ্যে সড়কে চেকপোষ্ট বসিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জব্দ হয় মাদক পাচারে তার ব্যবহৃত মোটরসাইকেল। এ ঘটনায় চাঁপ্ইানবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।