কাল সকালে নতুন এক বিস্ময়কর আশায়
দরোজায় টোকা দেবে কেউ,
নির্জন অন্ধকারে উবু হয়ে নিস্তব্ধ রাতে সন্তর্পণে
যা দেখেছি চুপিসারে, ভয়ে, আতংকে।
ঘরের দরোজা বাঁশ বেতের,
'বেন্দা' দিয়ে আটকানো,কেউ এখানে আসবেনা,
দরোজা একটা আছে,শরীর একটু আড়াল থাকুক,
মানুষ তো,একান্ত ব্যাক্তিগত বলে কিছু থাকে।
পুরোনো নড়বড়ে খিড়কির এক পাল্লায়
ঠেলা দিতেই ক্যাচ ক্যাচ শব্দে,
পাখির কিচিরমিচির সরোদ বেজে উঠলো
আমার কানের কাছে এসে বললো,
- 'ওঠো,সকাল হয়েছে'।
তুমি যা বলতে চাও বলো,শুনতে চাও শোন,
বের হয়ে দ্যাখো, রুদ্ধ বাতাস আর নেই,
মৃত্যু যন্ত্রণার ঘর থেকে প্রাণে ফেরা মানুষ,
বাড়ি ফিরতে শুরু করেছে...
ভোরে অবিশ্বাস্য সুন্দর এক সকাল হলো,
দেখি 'চিকনাগুলের' খাল যেখানে বাঁক নিয়েছে,
উঁচু পাড়ের পথ ধরে দৌড়ে আসছে তরুন বায়ু,
'আজ তোমার জন্মদিন'।