ইলিশের ভরা মৌসুম চলছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বাজারে ইলিশের জোগান ও দাম কমার আশায় ছিল দেশের মানুষ।কিন্তু জাতীয় ইলিশ রাজনৈতিক মাছে রুপ নিয়ে গরীব আর মধ্যবিত্তের জন্যে ইলিশ হচ্ছে সিলভার কাপ এবং জাতীয় ইলিশ পরিনত হয়েছে রাজনৈতিক ব্যক্তি ও বিত্তশালীদের ভোগের জন্য।
আশা করতে করতে ক্লান্ত বেলায় সাধারণ মানুষের সকল আশায় আজ গুড়ে বালি।
জানা যায়, চলতি বছরের প্রথমার্ধে আগের বছরের তুলনায় ইলিশের উৎপাদন কম হয়েছে ৩০ থেকে ৩৫ শতাংশ।এর প্রভাব পড়েছে বাজারেও।ভরা মৌসুমেও সাধারণের সাধ্য ছাড়িয়ে গেছে ইলিশের দাম।
রফতানি বন্ধ করেও মেলেনি সুফল।এমনকি যুগ যুগ ধরেও পাতে ইলিশ না ওঠার আক্ষেপ শোনা যাচ্ছে গরীব-মধ্যবিত্ত তথা নিম্ন আয়ের মানুষের মুখে।তাছাড়া নানা বৈষম্যের মধ্যে রয়েছেই দেশের অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা।
এদিকে ভারতে রফতানির খবরে ইলিশের দাম আরেক দফা বাড়ানো হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, ইলিশের এখন ভরা মৌসুম, তারপরও উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। ফলে বাজারের তালিকা থেকে বাদ পড়ছে ইলিশ। স্বল্প আয়ের মানুষ ইলিশের ধারে-কাছেও যেতে পারছে না। গরীব মধ্যবিত্তের পাতে স্থান করে নিচ্ছে ইলিশের পরিবর্তে সিলভার মাছ।
প্রচলিত কথায় আছে, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ এক দিকে ইলিশের দাম বাড়ছে, অন্যদিকে অভিভাবকহীন বাজারে দাপট দেখাচ্ছে অদৃশ্য সিন্ডিকেট।এ সিন্ডিকেটের দৌরাত্ম্যে বেপরোয়া হয়ে উঠছে ইলিশের বাজার। দাম আকাশচুম্বী।
বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা জরুরি বলে মনে করছেন ক্রেতারা।
বিক্রেতারা দাবি করছেন, আগে যে পরিমাণ ইলিশ আসত এখন আর সেই তুললায় আসছে না। সরবরাহ কম থাকায় ইলিশের দাম বাড়তি রয়েছে।প্রশ্ন উঠছে, তবে এতো ইলিশ ধরা পড়ছে কিন্তু যাচ্ছে কোথায়?
বিশেষজ্ঞরা বলছেন, নদীতে চর পড়া এবং পানি কমে যাওয়ার কারণে ইলিশ কম পাওয়া যাচ্ছে। সাগর ও নদীতে সৃষ্ট ডুবোচর ও নদীর নাব্যতা হ্রাস পাওয়ার কারণে সমুদ্র থেকে ইলিশ মিঠাপানিতে আসতে বাধা পেয়ে গতিপথ পরিবর্তন করছে।
এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজনৈতিক উপকার হচ্ছে কিন্তু দেশের সাধারণ মানুষের কোনো উপকার হয়নি বলেও আক্ষেপ করতে দেখা যাচ্ছে।
এমনকি গরীব ও মধ্যবিত্ত মানুষগুলো ইলিশ ছুঁয়েও দেখতে পারে না বলে দাবি জনসাধারণের।গোপন পাঁচার ও চড়া বাজারদর নিয়ে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটকেই দুষছেন বিভিন্ন শ্রেণীপেশার ভোক্তা সাধারণ।
এসব রোধকল্পে সরকার পক্ষকে যথেষ্ট ভুমিকা রাখা উচিত বলেও মনে করেন ইলিশের পরিবর্তে সিলভার খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত তথা সর্বস্তরের সাধারণ মানুষ।