চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) বিকালে শিবগঞ্জ উপজেলায় বন্দর এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট তৌফিক আজিজ। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় লাইসেন্সবিহীন,হেলমেটবিহীন,রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালনার অপরাধে ১৪ চালককে ৫ হাজার ৩ শত টাকা অর্থদন্ড করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট তৌফিক আজিজ বলেন, গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মহাসড়কটির শৃঙ্খলা রক্ষা করে নিরাপদ করা প্রয়োজন। এজন্য সংশ্লিস্ট সকলকে সচেতন হতে হবে। ভবিষ্যতে এ ব্যাপারে বড় পরিসরে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। অভিযানে সহায়তা করেন সহকারী পরিচালক,চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ,পুলিশ ও বিজিবি সদস্যরা।