বড় জয় দিয়ে স্প্যানিশ লিগ ফুটবলে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা।
স্টেডিয়াম সিরামিকায় পলিশ স্ট্রাইকার রবার্তো লেওয়ানদস্কির জোড়া গোলে বার্সেলোনা ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভিয়ারিয়ালকে। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। প্রথমার্ধের ২০ মিনিটে লেওয়ানদস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৫ মিনিটে বার্সার পক্ষে আরেকটি গোল করে নিজের জোড়া গোল তুলে নেন এই পলিশ ফুটবল তারকা। তবে ৩৮ মিনিটে আয়োজ পেরেজের গোলে ভিয়ারিয়াল ব্যবধান কমালে ২-১ গোলের থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধাড় বাড়ায় বার্সেলোনা। দলের পক্ষে জোড়া গোল করে বার্সেলোনার ব্যবধান বাড়ায় রাফিনিয়া। আর ১টি গোল করে পাবলো টরে।
এদিকে, স্বাগতিকরা আর গোল না করতে পারলে ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সেলোনা।