ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানার যোগীপোল মধ্যপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক জরুরি সভা শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. মোখলেসুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী। বক্তৃতা করেন মাস্টার এম এ কুদ্দুস মোল্লা, ওয়েব জুট মিলস লিমিটেড এর চেয়ারম্যান সরদার আল মাসুদ লিটন, মুফতি হুমায়ুন কবির হুসাইনি, মোশাররফ হোসেন মুন্সি, শেখ গোলাম কিবরিয়া, হুমায়ুন কবির বিল্লাল, মো. রফিকুল ইসলাম রফিক সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতি ক্রমে মাস্টার এম এ কুদ্দুস মোল্লাকে সভাপতি ও শেখ মাহবুবুর রহমান কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়। শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শেখ আব্দুল মজিদ।