সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

না জ মু ল হ ক না দি ম

  • নিঃশেষিত প্রদীপ
  • ২০২৪-০৯-১৮ ২২:৩৯:১২

জীবন সায়াহ্নে ঘনিয়েছে মেঘ-
ডুবিতেছে তার তরী ;
দিনে দিনে জীবন ফুড়িয়ে যাচ্ছে, 
হয়ে যাচ্ছি অঁচল ঘড়ি। 

জীবন প্রদীপ নিভো নিভো করে-
ঢেকে যাচ্ছে আঁধারে ;
খসে পড়ছে কত দিন, মাস, বছর-
এভাবেই এমনি করে। 

কবেকার কোন ক্ষণে-
এসেছিলাম পৃথিবীতে এই দিনে ;
মাতৃ গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে,
তীব্র চিৎকারে জানান দিয়েছিলাম-
আলো চাই- আমাকে আলো দাও। 

একটু একটু করে আঁধার ঠেলে- 
এসেছিলাম আমি আলোর দুয়ারে ;
অথচ কি আশ্চর্য্য দেখো !!
আলোর পূর্ণতা পাওয়ার আগেই-
আঁধারের কাছে আলো- দিনে দিনে হচ্ছে বিতাড়িত।। 


এ জাতীয় আরো খবর