সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

মো শা হে দ চৌ ধু রী

  • আমার বাংলাদেশ
  • ২০২৪-০৯-১৭ ১০:১৫:০৭

ভালোবাসি মায়ের মতো আমার বাংলাদেশ 
ঘুমাই সুখে মায়ের বুকে কী এক স্বপ্নাবেশ।।

গ্রীষ্মে আসে কালবোশেখি বর্ষা ঢালে জল
শিউলি ফুলে শরৎ আনে মিষ্টি পরিমল।
কাশের দোলায় পরান দোলে দেখতে লাগে বেশ।।

হেমন্তে তার মাঠে মাঠে সোনা ঝরা ধান
শীতে খাওয়ায় পিঠাপুলি করি যে রস পান।
মায়ের মুখে কত কথা, হয় না যে তার শেষ।। 

বসন্তে সে ভীষণ সাজে হরেক রাঙা ফুলে
ডাকে পাখি মেলে আঁখি যাতনা সব ভুলে।
এই পৃথিবী পাবে কোথায় এমন পরিবেশ।।

ঝরনা এসে মুখ ধুয়ে দেয় সাগর ধোয়ায় পা
তেরোশত নদী যে তার ভিজায় সারা গা।
সবুজ পাতার শাড়ি পরে সেজেছে মা বেশ।।

পুব আকাশে রবি এসে বিলায় কত আলো
রাতের বেলা জোছনা কিরণ কী যে লাগে ভালো। 
দিবারাতি থাকে মনে মুগ্ধতারই রেশ।।


এ জাতীয় আরো খবর